ডিএনসিসির কাউন্সিলরের ছেলে মাদকসহ গ্রেপ্তার
কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।
বুধবার (২ মার্চ) মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্পের সামনে ৭৫ পিস ইয়াবা ও ১১ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ মার্চ) পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
পারভেজ ইসলাম বলেন, গতকাল (বুধবার) মাদকসহ রুবেল নামের একজনকে গ্রেপ্তার করেছি। তিনি ৪নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে। গ্রেপ্তারের পর রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় একটি মামলা হয়েছে।
বিজ্ঞাপন
এমএসি/আইএসএইচ