চট্টগ্রামের বাকলিয়া ও মিরসরাইয়ে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তিঘর ও দোকান পুড়ে গেছে। শনিবার (৫ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (৫ মার্চ) সকালে চট্টগ্রামের লামারবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, বাকলিয়ার থানার জামাই বাজারের প্রেম কলোনীর বস্তিঘরে শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা ও লামারবাজার ইউনিট গিয়ে ঘটনাস্থলে কাজ করে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে ৭টি লেনের ৭৩টি কক্ষ পুড়ে গেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাস্তান নগর এলাকার ভোরের বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। মিরসরাই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আবুল বশর ঢাকা পোস্টকে বলেন, মিরসরাই ভোরের বাজারে ভোরের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচটি দোকান পুড়ে গেছে।

কেএম/এসএসএইচ