২৪ ঘণ্টায় রাজধানীর তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন থেকে পাঁচদিন এ তাপমাত্রাই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল টেকনাফে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল সকালে ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।’
বিজ্ঞাপন
‘অন্যদিকে রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে গত ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রির বেশি। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই। গতকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ ছিল। তবে আজ নিম্নচাপটি কেটে গেছে। নিম্নচাপের কোনো প্রভাব আপাতত পড়ার সুযোগ নেই।’
বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে কোনো ধরনের বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। ঝড়, বৃষ্টির আভাস থাকলে চার-পাঁচদিন আগেই জানা যায়।’
এসআর/এমএইচএস