আলোচিত ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা আবুজার গিফারী গাফফারকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পাশাপাশি অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব-৪ জানায়, সোমবার সকালে মানিকগঞ্জ থেকে মূলহোতাকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি দল।

সোমবার দুপুর ২টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, ভুক্তভোগী ওই কলেজছাত্রী ঝিনাইদহের সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গত শনিবার বিকেলে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিউ একাডেমি স্কুলের সামনে থেকে শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ কয়েকজন মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

ওই ঘটনার প্রতিবাদে ও অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। রোববার (৬ মার্চ) সকালে শহরের কেসি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জেইউ/এসএসএইচ