চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে ‘হালদা রিসোর্স সেন্টার’ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরের ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ কাজ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় সেন্টারটি নির্মাণ করা হচ্ছে। 

সোমবার (৭ মার্চ) নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। 

এসময় তিনি বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা অন্যতম। হালদা রিসোর্স সেন্টার এমন একটি উদ্যোগ যার মাধ্যমে হালদা নদী এবং সংযুক্ত খালগুলোর জীববৈচিত্র্য বিশেষত মৎস্যসম্পদ রক্ষায় বিশদ গবেষণার দ্বার উন্মোচিত হলো। 

তিনি আরও বলেন, এই রিসোর্স সেন্টারের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শিক্ষার্থীরা আরও বিস্তারিতভাবে হালদা নদীর মৎস্যসম্পদ নিয়ে সমন্বিত গবেষণা করতে সক্ষম হবে। এছাড়া মা মাছ রক্ষায় এবং হালদা নদীর দূষণরোধে রিসোর্স সেন্টারটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, হালদা নদী রক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ক্যাপ্টেন শাহ সাদমান, উপবিভাগীয় প্রকৌশলী বদরুল মুনীর হানাফীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং হালদাপাড়ের স্থানীয় জনসাধারণ।

কেএম/জেডএস