আগামী চার থেকে পাঁচদিন দেশের আবহাওয়া পরিস্থিতিতে বিশেষ পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার আবাহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই। তার মানে আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত আগামী ৪ থেকে ৫ দিন দেশের কোথাও ঝড়-বৃষ্টির সম্ভবনা নেই। এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 

তিনি আরও জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ও রাঙ্গামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল সকালে ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। 

অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। 

এসআর/এনএফ