চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা কার্ভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় আসিফ নামে এক যুবক নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দীন তালুকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাটহাজারী উপজেলার শিকারপুর এলাকায় একটি কার্ভাডভ্যান রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় প্রাইভেটকারটি কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা ছয় জনকে আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয়ারা। জরুরি বিভাগের চিকিৎসক প্রাইভেটকারের চালক আসিফকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৫ জনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কেএম/এমএইচএস