রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০১ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। 

গ্রেপ্তার হওয়া দু’জন হলেন- মেহেদী হাসান (২৩) ও মো. রাসেল (২৫)।

র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) সহকারি পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, শুক্রবার সকালে র‌্যাব-১০ এর একটি দল  যাত্রাবাড়ীর মাতুয়াইল ও রায়েরবাগ এলাকা থেকে ২০১ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে। একটি কাভার্ড ভ্যান ও দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এনএফ