চট্টগ্রামের হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকার হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৩০টির বেশি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, রাত সাড়ে নয়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আগুনে ৩০টির বেশি দোকান পুড়ে গেছে। সবগুলোতে প্রচুর পরিমাণে কাপড় ছিল। যে কারণে আগুন লাগার পরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। পুরো কাজ শেষ হলে তদন্ত শেষে আগুন লাগার কারণ বলা যাবে। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও তদন্ত শেষে বলা যাবে।
কেএম/আইএসএইচ
বিজ্ঞাপন