ইরাকের সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
ইরাকের সংস্কৃতি, পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. হাসান নাদিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী।
শনিবার (১২ মার্চ) ইরাকের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
দূতাবাস জানায়, সম্প্রতি ইরাকের সংস্কৃতি, পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. হাসান নাদিমের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় রাষ্ট্রদূত ১৯৭২ সালে আরব বিশ্বে প্রথম দেশ হিসেবে ইরাক কর্তৃক স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি ও ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ইরাক সফরকালীন সাংস্কৃতিক সহযোগিতা সম্পর্কিত চুক্তি সম্পাদনের বিষয়ে উল্লেখ করেন। এ ঐতিহাসিক চুক্তির আওতায় উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক কার্যক্রমের বিনিময়, প্রচার ও প্রসারের লক্ষ্যে সম্পাদিতব্য সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির উল্লেখ করে রাষ্ট্রদূত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে এটি সম্পন্ন করার অনুরোধ করেন।
একইসঙ্গে রাষ্ট্রদূত দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে যৌথভাবে কার্যক্রম গ্রহণ, প্রায় ৫০ বছর আগে সম্পাদিত সাংস্কৃতিক চুক্তি বর্তমান প্রেক্ষাপটে পর্যালোচনা করে হালনাগাদকরণ এবং আগামীতে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বিজ্ঞাপন
ইরাকের মন্ত্রী ধৈর্য ও গুরুত্ব সহকারে বাংলাদেশের রাষ্ট্রদূতের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিক মন্তব্য করে দ্রুত নিষ্পত্তি বা সম্পন্নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আগামী ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবসের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী উত্থাপিত সব বিষয়ে তার মন্ত্রণালয়ের পক্ষে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআই/জেডএস