কক্সবাজার বিমানবন্দর। ফাইল ছবি।

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে চীনের সিভিল ইঞ্জিয়ারিং কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই চুক্তিতে স্বাক্ষর করে।

বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব  অর্থায়নে এই রানওয়ে সম্প্রসারণ করা হবে। বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেবিচক জানায়, বাংলাদেশের পক্ষে বেবিচক চেয়ারম্যান ও চীনা প্রতিষ্ঠানের পক্ষে ইয়াং ঝিজুন এই চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেবিচকের সদস্য, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীম প্রকল্প পরিচালকসহ চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্প্রতি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের কাজ হাতে নেয়।

এর ফলে বিমানবন্দরের বর্তমান ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে মহেশখালী চ্যানেলের দিকে ১৭শ’ ফুট সম্প্রসারিত করে ১০ হাজার ৭শ ফুটে উন্নীত করা হবে। এছাড়াও রানওয়ে সম্প্রসারিত হলে দেশের এয়ারলাইন্সগুলোর বড় বড় উড়োজাহাজগুলো নামতে পারবে। এতে টুরিস্টের সংখ্যা ও বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাবে।

এআর/এনএফ