সাড়ে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগর ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৮ হাজার ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, সোমবার (১৪ মার্চ) ভোর ৪টা হতে সকাল ৬টা পর্যন্ত র্যাব-১০ এর একটি দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তিন দোকান বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২২ লাখ ৫৪ হাজার ৫০০ টাকার ৭ হাজার ৫১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন, আবু তাহের (২১) ও হাইরুল আমিন ওরফে খাইরুল আমিন (২২)।
অন্যদিকে একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-১০ এর অপর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০১০ পিস ইয়াবাসহ মো. শহিদ (২৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে শ্রীনগর ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/আইএসএইচ