পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) চট্টগ্রামের টিটিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া এ মতবিনিময় সভায় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) ও বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশন অংশ নেয়।

সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উত্তরাঞ্চলে চা নিলাম কেন্দ্র স্থাপনের প্রসঙ্গে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৬ সালে পঞ্চগড়ে চা চাষের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় ২০২১ সালে শুধুমাত্র উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ (১৪.৫৪ মিলিয়ন কেজি) চা উৎপাদিত হয়। এ অঞ্চলে চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, যোগাযোগ ও আবাসন সুবিধা, প্রয়োজনীয় অবকাঠামোসহ ক্রেতাদের সুযোগ সুবিধা ইত্যাদি বিষয় বিবেচনা করে এ অঞ্চলে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের জন্য স্থান নির্বাচন করা প্রয়োজন।

বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ও যুগ্মসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি উত্তরাঞ্চলে নিলাম কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা ও সুবিধা-অসুবিধা নিয়ে বক্তব্য রাখেন।

টিটিএবি-র ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফয়জুল ইসলাম, ন্যাশনাল ব্রোকার্সের পরিচালক এল এইচ খান, ইস্পাহানি টি লিমিটেডের জিএম শাহ মাইনুদ্দীন হাসান, মেঘনা টি-এর এম মুর্তজা বক্তব্য রাখেন।

এছাড়া সভায় বটলিফ ফ্যাক্টরি মালিক, টিটিএবির ব্রোকার্স বায়াররা উপস্থিত ছিলেন।

এমএইচএস