স্বল্প আয়ের মানুষের টিসিবির পণ্যপ্রাপ্তি নিশ্চিতের দাবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রি ও পণ্য প্রাপ্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
টিসিবিকে পণ্য বিক্রয়ের বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা দূর করে ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তিতে আরও স্বল্প আয়ের মানুষকে অর্ন্তভুক্ত করার পরিকল্পনা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে টিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবিকে পণ্য বিক্রয়ের বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা দূর করে ন্যায্যমূল্যে এই পণ্য প্রাপ্তিতে আরও অধিক স্বল্প আয়ের মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়ে ৬ সদস্য বিশিষ্ট একটি টিম টিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করে। কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনূস, আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান, অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী এবং প্রোগ্রাম অফিসার নুরুন্নাহার তানিয়া।
বিজ্ঞাপন
সংগঠনের পক্ষ থেকে পণ্য বিতরণের ক্ষেত্রে চলমান অনিয়ম দূর করে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্যপ্রাপ্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাজার নজরদারি বৃদ্ধি করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখাসহ টিসিবিকে পণ্যের পরিমাণ ও বিক্রয়ের আওতা বৃদ্ধি করার দাবি জানানো হয়।
জেইউ/এনএফ