উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে বৃহস্পতিবার (১৭ মার্চ) যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

তাসখন্দের বাংলাদেশ দূতাবাস জানায়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন রাষ্ট্রদূত এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিনিস্টার ও দূতাবাস উপ-প্রধান নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিল— বাংলাদেশি ও উজবেক শিশুদের বঙ্গবন্ধুর ছবি অংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশি ছাত্রী বুশরা, যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশি ছাত্রী ফারিহা ও উজবেক ছাত্রী আকবরোভা জামিলা এবং তৃতীয় স্থানে ছিল উজবেক ছাত্র আকবরোভ কুদরাতিল্লা। রাষ্ট্রদূতপত্নী উম্মুল ফাতেমা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধু ছিলেন শিশুপ্রেমিক। তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর অবদান চিরকাল অম্লান থাকবে এবং বাংলাদেশের জনগণ তা আজীবন স্মরণে রাখবে।

এনআই/এসএসএইচ