রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকায় সড়ক দুর্ঘটনায় সেকেন সরদার (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

নিহত সেকেনের ছেলে ওসমান ঢাকা পোস্টকে বলেন, সবুজবাগের মায়াকাননে আমার বাসা। মালিবাগে বন্ধুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাবা বাসা থেকে বেরিয়ে রওনা দেন। কিছুক্ষণ পরে বাবার ফোন থেকে কল আসে যে, তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এরপর আহত অবস্থায় বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানান আমার বাবা আর নেই। কোন ধরনের গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হন, তা এখনো জানতে পারিনি। 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

এসএএ/আরএইচ