নারী উদ্যোক্তাদের সফট স্কিল উন্নয়নে বছরব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে দেশের নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)’। শনিবার গুলশানের ভারত ভবনে এ প্রশিক্ষণের চতুর্থ সেশন অনুষ্ঠিত হয়।

ঢাকার ভারতীয় হাইক‌মিশন জানিয়েছে, এবারের প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল ‘অল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও’। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশটির দূতাবাস উইকে এ ট্রেনিং সেশনটি উপহার হিসেবে দিয়েছে। 

এর মাধ্যমে উইয়ের উদ্যোক্তারা তাদের সফট স্কিল উন্নত করতে পারবেন এবং তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ করতে পারবেন।

উইয়ের জনসংযোগ বিভাগের স‌ঙ্গে কথা বলে জানা যায়, সংগঠনের যারা নিয়মিত উদ্যোক্তা তাদের জন্যই প্রশিক্ষণ কর্মশালাটি। এ আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাস, সরকারের আইসিটি ডিভিশন।  তত্ত্বাবধানে রয়েছেন উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।

সৌম্য বসু বলেন, দেশের নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের জন্য, তাদেরকে আরও অগ্রসর করার লক্ষ্যে এ প্রোগ্রামটির প্রয়োজন ছিল। উইয়ের উদ্যোক্তাদের জন্য কাজে লাগতে পারে, আমরা অদূর ভবিষ্যতে এমন কিছু নিয়ে আসার পরিকল্পনা করছি।

উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, আমরা আমাদের দেশের সব জেলার প্রান্তিক নারীসহ সবার জন্য কাজ করছি । দেশে একজন নারীর স্বাবলম্বী হওয়ার সফল গল্প আমরা তৈরি করেছি। আমরা চাই আমাদের দেশের নারীরা স্বাবলম্বী হয়ে সামনে এগিয়ে যাক। সেই সঙ্গে পৃথিবীকে জানাক আমাদের উদ্যোক্তাদের সফলতার গল্প। এ লক্ষ্যে আমরা নানামুখী উদ্যোগ নিতে চাই। আমাদের উদ্যোক্তাদের ব্যবসায়ের নানা রকম সমস্যা/সম্ভাবনার কথা জানাতে চাই। এবার বছরব্যাপী আটটি ক্লাসের আয়োজন করছি, যেটা শেষে আমাদের উদ্যোক্তাদের সার্টিফিকেটও দেওয়া হবে।

এনআই/আরএইচ