ছিনতাইকারীদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ
রাজধানীর ছিনতাইকারী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার সকালে রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
মোহা. শফিকুল ইসলাম বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না। অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অপরাধ প্রতিরোধ করতে হবে। এটাই আসল পদ্ধতি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আসন্ন রমজান মাসে ঢাকার চাকা সচল রাখতে হবে। সামনে রমজান মাস আসছে, এবার রমজান মাসে স্কুল খোলা থাকবে, যা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উপর ব্যাপক চাপ ফেলবে। এটা ডিএমপির জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, থানার টহল পার্টিগুলোকে বড় বড় মোড়ে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে হবে। যে যেখানেই চাকরি করি না কেন, কারো দৃষ্টিতে কোনো অনিয়ম বা ট্রাফিক বিশৃঙ্খলা চোখে পড়লে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করতে হবে।
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনার বলেন, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন কিংবা গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিবহনের ক্ষেত্রে তাদের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি ছিনতাইকারী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার করতে হবে।
তিনি বলেন, গত কয়েক মাসে ঢাকার কোথাও বড় কোনো অঘটন ঘটেনি। এজন্য সবাইকে ধন্যবাদ। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। আমাদের সবাইকে শতভাগ উজার করে দিতে হবে। সবার চলাচলের নিরাপত্তা বিধান করতে পারলেই আমরা সফল হব।
এমএসি/আরএইচ