পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ
পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য সুপারিশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিচালনার জন্য এ কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে দেশের সকল আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ হোটেলগুলোতে বাধ্যতামূলকভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনের বিধানের সুপারিশ করা হয়। একই সাথে এসটিপি নির্মাণ সামগ্রীর ওপর আমদানি শুল্ক কামানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনার সুপারিশ করা হয়।
বৈঠকে ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অংশ নেন- কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম।
এইউএ/এনএফ