মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাসে নতুন প্রজন্ম প্রভাবিত হবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সব পেশার শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা স্বীকৃতি সারাদেশের মানুষকে উৎসাহিত করবে।
বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত তিন দিনব্যাপী পটিয়া উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ও জাতি গঠনে অবদানের স্বীকৃতি কৃতী পরিবারগুলোকে যেমন গর্বিত করেছে তেমনি আমাদের নাগরিক দায়িত্বও পালন হয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে ব্যতিক্রমী এ আয়োজন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
শতবর্ষে বিভিন্ন পেশায় অবদান ও কৃতিত্বের স্বীকৃতি-স্বরূপ ঐতিহ্যবাহী পটিয়ার ৭৮ জনকে পটিয়ার রত্ন ঘোষণা করে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হচ্ছে। পটিয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তিন দিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুধীজন অংশ নেন। ৩২ জনকে মরণোত্তর ‘পটিয়া রত্ন স্বর্ণস্বারক’ তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন প্রধান অতিথি।
সম্মাননার তালিকায় ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা দেশের বরেণ্যজনদের নাম দেখে অভিভূত প্রধান অতিথি বলেন, পটিয়ার ইতিহাস অনেক গৌরবের। এখানে অনেক কৃতীজনের জন্মস্থান। তাদের সম্মাননা এ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে। সূত্র : বাসস।
এনএফ