জেল থেকে ছাড়া পেয়েই খুন হলেন যুবক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকায় পাওনা টাকা চাওয়ায় নাজমুল হাসান (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত নাজমুল হাসানের সহকর্মী বাবু ঢাকা পোস্টকে বলেন, নাজমুল নারায়ণগঞ্জ ইপিজেডে লেবারের সর্দার হিসেবে কাজ করতেন। তিন দিন আগে জুয়া খেলা অবস্থায় ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়। আজ সকালে নাজমুল জেল থেকে ছাড়া পান। পরে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় একটি চায়ের দোকানে বসেন তিনি।
পরে সেখানে রিপন, ইমন, জিহাদ, রুবেল ও মাসুদ আসে। তারা আগে নাজমুলের সঙ্গে কাজ করত। এখন অন্য সরদারের সঙ্গে কাজ করে। নাজমুল তাদের কাছে পাওনা ৩০ হাজার টাকা চান। তিনি বলেন, আমার সাথে কাজ না করে অন্যের সাথে কাজ করিস তাহলে আমার টাকা ফেরত দে। এ কথা বলার পর উত্তেজিত রিপন, ইমন, জিহাদ, রুবেল ও মাসুদ চায়ের দোকান থেকে ছুরি নিয়ে তার বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নাজমুলের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান সহকর্মী বাবু।
জানতে চাইলে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ