নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। এই সংকটকালে কর্মহীন যুবকদের তালিকা প্রণয়ন ও নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

আজ শুক্রবার সকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ ডাকা হরতালের সমর্থনে শান্তিনগর বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দফায় দফায় বৃদ্ধি করছে। অপরদিকে করোনার অভিঘাতে ১ কোটি ৬৯ লাখ যুবক চাকরি হারিয়েছে। দেশে ৫ কোটির বেশি যুবক বেকার। যারা চাকরি করছেন তাদেরও আয় বাড়েনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যখন দিশেহারা তখন সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে ব্যবসায়ী সিন্ডিকেট ও কমিশন ভোগীদের স্বার্থ দেখা হচ্ছে। বিকল্প বাজার ব্যবস্থার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তোলা হচ্ছে না। ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং চালু করা হচ্ছে না। সরকার গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর পাঁয়তারা করছে।

বক্তারা আহ্বান জানিয়ে বলেন, দেশের কর্মহীন হয়ে পড়া বেকার যুবকদের হাতে কাজ দেওয়ার আগ পর্যন্ত বেকার ভাতা চালু করার দাবি করছি এবং আগমী ২৮ মার্চ শান্তিপূর্ণ হরতাল পালন করে সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের বিরুদ্ধে রায় ঘোষণার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা, যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বি খান, সাধারণ সম্পাদক শাহীন ভূঁইয়া, জীবন সাহা, আনোয়ার হোসেন, রফিজুল ইসলাম প্রমুখ।

এমএইচএন/এনএফ