বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিল ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন।
শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের নেতা-কর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা।
বিজ্ঞাপন
উপস্থিত ছিলেন, মো. জাইদুল ইসলাম মোল্লা, গাজী মো. এমদাদুল হক, মহানগর উওরের সভাপতি নুরুজ্জামান ভুট্টু, বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, ঢাকা মহানগরের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মমিন, ঢাকা জেলার সিনিয়র সভাপতি মো. মাহবুবুল আলম, মো. রাসেল, খন্দকার রাসেল, মো. ফিরোজ কবীর, তাজুল ইসলাম প্রমুখ।
আরএইচ
বিজ্ঞাপন