পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ ধারণ করতে হবে।

শনিবার (২৬ মার্চ) শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মাপারে ৮ কিলোমিটার ওয়াকওয়ে জয় বাংলা এভিনিউয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একেএম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের মানুষের কল্যাণই ছিল তার ব্রত। চক্রান্তকারীরা ভেবেছিল, তাকে হত্যা করলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে। তাদের সে চক্রান্ত মিথ্যা প্রমাণিত হয়েছে।

তিনি (বঙ্গবন্ধু) স্থান করে নিয়েছেন এদেশের মানুষের মনের মণিকোঠায়। আজ বাংলাদেশের যা কিছু অর্জন, তা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরেই। তার ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেন শামীম।

এসএইচআর/এমএইচএস