৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি শামীম আহমদকে (৩৮) সাত বছর পর ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা পুলিশ। 

রোববার (২৭ মার্চ) আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির হোসেন ঢাকা পোস্টকে বলেন, শামীম আহম্মদ ২০০৬ সাল থেকে পেপার বোবিনের ব্যবসা করতেন। এই ব্যবসায় বিনিয়োগের কথা বলে বিভিন্ন ব্যাংক ও লোকজন থেকে ঋণ নেন শামীম। এরপর ঋণ পরিশোধের জন্য চেক দেন। কিন্তু তার দেওয়া চেকের অনুকূলে সংশ্লিষ্ট ব্যাংকে কোন টাকা ছিল না। আসামি প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের টাকা না দিয়ে কৌশলে চেক দিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে যায়। 

তিনি বলেন, পরে আদালত শামীমকে তার দেওয়া চেকের বিপরীতে ৮টি সিআর মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেন। এরমধ্যে চার মামলায় ২ বছর ২ মাস সাজা ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শামীম ২০১৫ সাল থেকে ঢাকা ও ঢাকার আশপাশ এলাকায় অবস্থান করেন। দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর শনিবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে সাজা পরোয়ানামূলে আদালতে পাঠানো হয়েছে। 

কেএম/আইএসএইচ