বাংলা‌দেশ ও চী‌নের সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত‌্যাশা ব‌্যক্ত ক‌রে‌ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

রোববার ঢাকাস্থ চী‌নের দূতাবাস জানায়, বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হা‌মিদ‌কে পাঠা‌নো এক অভিনন্দন বার্তায় এমন প্রত‌্যাশার কথা ব‌্যক্ত ক‌রেন শি জিন‌পিং।

চীনের প্রেসিডেন্ট ব‌লেন, চীন-বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলো‌তে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে আমাদের সহযোগিতার উন্নতি হচ্ছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করছে, যা আমাদের জনগণের জন্য কল‌্যাণ ব‌য়ে আন‌ছে।

কো‌ভিড-১৯ মোকা‌বিলায় বাংলা‌দে‌শের প্রশংসা ক‌রে শি জিন‌পিং ব‌লেন, বাংলাদেশ সরকার কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে। ইতোম‌ধ্যে উল্লেখযোগ্য অগ্রগতিসহ সামাজিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ‘সোনার বাংলা’ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্জন চীনের জন্য অত্যন্ত আনন্দের।

এনআই/আইএসএইচ