পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার অপরাধের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে পরিত্রাণে দরকার আঞ্চলিক সহযোগিতা। 

সোমবার বিকেলে ভারতের নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আয়োজিত সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিকসবিষয়ক দ্বিতীয় জাতীয় কনফারেন্সে বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বাংলাদেশের পুলিশ প্রধান স্ট্রেনদেনিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর কমব্যাটিং সাইবার ক্রাইম বিষয়ে বক্তব্য দেন। সাইবার অপরাধ কীভাবে আঞ্চলিক থেকে ব্যক্তি পর্যায়ে প্রভাবিত করে এর পটভূমি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন ঘটনা তুলে ধরেন।  

আইজিপি বলেন, বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমাদের পুলিশের পারস্পরিক সহযোগিতায় সাইবার অপরাধ রোধ করা সম্ভব।

কনফারেন্সে ইন্টারপোলের প্রতিনিধি এবং জাপান, অস্ট্রেলিয়া ও মালদ্বীপের পুলিশ প্রতিনিধিসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

জেইউ/আরএইচ