ইউক্রেনে রা‌শিয়ার বিশেষ সামরিক অভিযানে যোগ দি‌তে ঢাকার রাশিয়ান দূতাবাসে চিঠি পাঠিয়েছে কিছু বাংলাদেশি নাগরিক। রা‌শিয়ার পক্ষে এমন সাড়া দেওয়ায় বাংলাদেশিদের সাধুবাদ জানিয়ে যুদ্ধে যে‌তে আগ্রহী‌দের নিরুৎসাহিত করেছে দূতাবাস।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা রাশিয়ান দূতাবাসের ভে‌রিফা‌য়েড ফেসবু‌ক পেইজে এক বার্তায় এ তথ্য জানা‌নো হয়।

দূতাবাস বলছে, ডোনেটস্ক পিপলস রিপাবলিক এবং লুগানস্ক পিপলস রিপাবলিককে সাহায্য ও ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীকে রক্ষা করতে মস্কো বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। এতে রাশিয়ার পক্ষে যুদ্ধে বিদেশি স্বেচ্ছাসেবকদের নিয়োগের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তারপর থেকে বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাস বহু বাংলাদেশি নাগরিকের চিঠি পেয়েছে। যারা ইউক্রেন এবং ডনবাসের মুক্তি আন্দোলনে অবৈতনিক ভিত্তিতে অবদান রাখতে ইচ্ছে প্রকাশ করেছেন।

দূতাবাস বাংলাদেশিদের সাধুবাদ জানিয়ে বার্তায় উল্লেখ ক‌রে, ‘এটা আনন্দের বিষয় যে অনেক বাংলাদেশি পূর্ব ইউরোপে ন্যাটোকে একটি সিদ্ধান্তমূলক প্রত্যাখ্যান এবং ইউক্রেনে নব্য-নাৎসিবাদের অবসান ঘটাতে রাশিয়ান সরকারের ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষাকে স্বীকার করে। আমরা বাংলাদেশি জনগণের এ আহ্বানকে সাধুবাদ জানাই।’

‘যাইহোক, রাশিয়ান সশস্ত্র বাহিনী সফলভাবে নির্ধারিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করেছে। সেইসঙ্গে পরিকল্পনা অনুযায়ী বিশেষ সামরিক অভিযান এখনও চলছে। অতএব অভিযানে যোগ দিতে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবকদের প্রয়োজন নেই।’

এনআই/এমএইচএস