চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হওয়া শিক্ষার্থী মাহাদী জে আকিব সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পরে মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ও অস্ত্রোপচার টিমের প্রধান ডা. এস এম নোমান খালেদ চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পরে আকিব সুস্থ হয়ে উঠেছেন। তার অস্ত্রোপাচারের স্থানে কিছু সেলাই ছিল, সেগুলো কেটে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। তবে কয়েকদিন পরে হাসপাতালে তাকে আসতে হবে ফলোআপের জন্য।

আকিবের বাবা স্কুল শিক্ষক গোলাম ফারুক বলেন, দেশবাসীর দোয়ায় আকিব সুস্থ হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ। আকিবের একটি পরীক্ষার রেজাল্ট দিয়েছে সে পাশ করেছে। সে যেন ডাক্তার হতে পারে সে দোয়া করবেন সবাই।

এর আগে ২৮ মার্চ টানা ছয় ঘণ্টা অস্ত্রোপচারের পর আকিবের মাথার খুলির হাড় প্রতিস্থাপন করা হয়েছিল। 

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর রাতে এবং ৩০ অক্টোবর দিনে চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ৩০ অক্টোবর প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন আকিব। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, আকিবের মাথার হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

এরপর অস্ত্রোপচার করে তার মাথার হাড়ের একটি অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়। মাথার ব্যান্ডেজে তখন লিখে রাখা হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’। পরে ওই হাড় আরেকটি অস্ত্রোপচারের মাধ্যমে আগের জায়গায় প্রতিস্থাপন করা হয়। সেই অপারেশনটি করার জন্য তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

আকিব চমেকের এমবিবিএস ৬২তম ব্যাচের শিক্ষার্থী। কুমিল্লার স্কুল শিক্ষক গোলাম ফারুক মজুমদারের দুই সন্তানের মধ্যে মাহাদী জে আকিব (২১) ছোট। 

কেএম/আইএসএইচ