সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের সংগঠন পার্লামেন্ট পিএ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের ব্যক্তিগত সহকারী এম আর হোসাইন জহির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান রানা। 

সোমবার সংসদ ভবনের ২ নং ব্লকে আয়োজিত নির্ধারিত সভা ও ইফতার মাহফিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। 

কার্যকরী পরিষদে সহ-সভাপতি পদে আছেন শ্যামল সিদ্দিকী, আব্দুল কাদের পারভেজ, মো. ইয়াছিন করিম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন এম এ বারী সূর্য্য, সুকেন চাকমা, সায়েম সামিউল। অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক বি.এইচ. কান্তার, প্রচার সম্পাদক মকবুল হোসেন শাহীন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক মল্লিক শিশির (ঢাকা), এবিএম এমরুল হাসান সৈকত (রাজশাহী), আব্দুল্লাহ ইবনে আরমান (চট্টগ্রাম), ইমরান আলী (বরিশাল), লঙ্কেশ্বর রয় (রংপুর), আশরাফুল আলম (ময়মনসিংহ), ফাহাদ চৌধুরী (সিলেট), মো. তসলিম উদ্দীন তাজ (খুলনা)। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে- ইমরুল (ঢাকা), আতাউর রহমান (রাজশাহী), রিয়াজুল হায়দার বাপ্পি (চট্টগ্রাম), মো. রবিউল ইসলাম (খুলনা)। সংসদ সমন্বয় বিষয়ক সম্পাদক কাজী মফিজুর রহমান, সংসদ সমন্বয় বিষয়ক সহ-সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক লায়ন আনোয়ারুল কিবরিয়া, উন্নয়ন গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উন্নয়ন গবেষণা বিষয়ক সহ-সম্পাদক রবিউল ইসলাম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরাফাত জাহান বিপ্লব, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক জাকির হোসেন শুভ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মনির সিয়াম, পরিকল্পনা বিষয়ক সহ-সম্পাদক গিয়াস উদ্দিন বাপ্পি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ত্রাণ বিষয়ক সহ-সম্পাদক সেলিম মিয়াজী, পরিবেশ বিষয়ক সম্পাদক মতিউল ইসলাম সুমন, পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক জাহেদ উদ্দীন জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক শিহাব ইকবাল, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রায়হানুল আহসান রোমি, মহিলা বিষয়ক সম্পাদক জাহেদা আক্তার, মহিলা বিষয়ক সহ-সম্পাদক হ্যাপি বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক মীর মোরশেদ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক জামিল আহমেদ সানি, ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক সোহাগ আনসারী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজাদ হোসেন, শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক কায়সার আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শিবলী নোমান, শিল্প বিষয়ক সহ-সম্পাদক ফিরোজ মণ্ডল প্রমুখ দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন- হাফিজুর রহমান মান্না, সুবীর পাল, মো. নাইনুর মিয়া, রেজাউল করিম বাবলু, নাজিম উদ্দীন খাঁন, সূজন দে, মহিউদ্দীন রাসেল, জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, মো. রাসেল, মইন উদ্দিন রাসেল, সাইফুল ইসলাম, সোহেল রানা, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, জামাল হোসেন, মো. মমিনুর রহমান, কামরুজ্জামান সুজন ও রূমন সাদাত।

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় সংসদে ব্যক্তিগত সহকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আইএসএইচ