ট্যাব শুমারিতে দেশ ডিজিটালের প্রমাণ মিলবে : শামসুল আলম
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রথমবারের মতো জনশুমারিতে ট্যাব ব্যবহার করা হবে। এর মাধ্যমে দেশ ডিজিটাল হওয়ার প্রমাণ মিলবে।
বুধবার (১৩ এপ্রিল) শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
কয়েক দফা তারিখ পরিবর্তনের পর আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী মাঠ পর্যায়ে একযোগে সাত দিনব্যাপী জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ১৫ থেকে ২১ জুন জনশুমারি অনুষ্ঠিত হবে ডিজিটালি। দেশ ডিজিটাল হয়েছে এটাই তার প্রমাণ। জনশুমারি ১০ বছর পর পর অনুষ্ঠিত হবে। ডিজিটালি শুমারির পর আমরা ৫ বছর পর পর জনশুমারি করার পরিকল্পনা হাতে নেব। আমার বিশ্বাস আমরা সফল হতে পারব।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, আমরা ডিজিটালি শুমারি করতে যাচ্ছি এটি খুশির বিষয়। বাংলাদেশে এই প্রথম ডিজিটালি শুমারি হচ্ছে। শুমারিতে দেশের সব মানুষ যাতে তাদের তথ্য দিতে পারেন সেজন্য প্রচার-প্রচারণায় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সবার সহযোগীতায় একটি সঠিক, স্বচ্ছ ও বিশুদ্ধ ডিজিটাল শুমারি সম্পন্ন করতে পারব বলে আশা করি।
এসআর/এমএইচএস