চট্টগ্রামের কালুরঘাট এলাকার ওসমানিয়া খাল থেকে এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৫ এপ্রিল) কালুরঘাটের বালুরটাল এলাকা থেকে সকাল সোয়া ১০টার  দিকে তাকে উদ্ধার করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই নারীর আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর। তিনি নিজের নাম-ঠিকানা কিছুই বলছেন না। এমনকি হাসপাতালেও ভর্তি হতে চাচ্ছেন না।  

সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, তিনি খালে পড়ে গেছেন না নিজে নেমেছেন কেউ বলতে পারছে না। এমনকি তিনি নিজেও কিছু বলছে না। সকালের দিকে স্থানীয়রা এক নারীকে খালের কাদায় আটকে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ১০ মিনিটের চেষ্টায় নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে গোসল করিয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি এখন ভালো আছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কথা বলে মহিলাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তিনি নিজের নাম-ঠিকানা বলেননি। প্রথমে হাসপাতালে ভর্তি হতেও রাজি হননি।
 
কেএম/ওএফ