মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে
বাংলাদেশের প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রোববার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
র্যাবের ওপর নিষেধাজ্ঞা, মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক তথ্য প্রকাশসহ কিছু বিষয়ে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন রয়েছে বলে দেশে আলোচনা-সমালোচনা চলছে। মূলত সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান দু’দেশের সম্পর্ক কোনদিকে যাচ্ছে। জবাবে তিনি বলেন, সম্পর্ক যে জায়গায় ছিল আমাদের প্রচেষ্টায় তা আরও সুদৃঢ় হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ বেড়েছে। ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের তুলনায় রপ্তানি শতকরা পঞ্চাশ শতাংশের বেশি বেড়েছে।
শাহরিয়ার আলম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটা আলাদা এনগেজমেন্ট শুরু করেছি। আমাদের যে কমিটমেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এবং সম্পর্কের যে অগ্রগতিগুলো হয়েছে, সেটার ওপর ভরসা করে সামনের দিনে আরও অনেক কিছু আমরা করতে পারব।
বিজ্ঞাপন
মার্কিন প্রতিবেদনের ব্যাখ্যা চাইবে ঢাকা
মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ। ঢাকা বলছে, প্রতিবেদনে অনেক অসঙ্গতি রয়েছে। আবার অনেকগুলো বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক নয়। সেজন্য প্রতিবেদনের অসঙ্গতি নিয়ে ব্যাখ্যা চাওয়া হবে।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, প্রতিবেদনের প্রতিটি বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলব, ব্যাখা চাইব। কিছু বিষয় আছে বাংলাদেশের মানুষের সঙ্গে সরাসরি পরিপন্থী। আমরা তাদের কাছে জানতে চাইবে, এই রিপোর্টে যেসব অসঙ্গতিপূর্ণ তথ্য এবং অন্যান্য তথ্য দেওয়া হয়েছে; সেগুলো কেন দেওয়া হলো এবং যেখানে কাজ করার সুযোগ আছে সেখানে তাদের সঙ্গে যুক্ত হব। তাদের আমরা জানাব, কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রতিবেদন তাদের গ্রহণযোগ্যতাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
২০২১ সালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়েও প্রতিবেদন প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ নিয়ে ৭৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে।
এনআই/জেডএস