রাজধানীর পল্লবী থানার কালশী লালমাটিয়া এলাকায় মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোহেলের বোনজামাই দিদার ঢাকা পোস্টকে বলেন, সোহেল ভাই অটোরিকশাচালক ছিলেন। তিনি স্ত্রী ডলিকে নিয়ে পল্লবীর একটি টিনশেড বস্তিতে থাকতেন। রাত ৮টার দিকে সে লোহার এঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কিছুদিন আগে তাদের একটি ছেলে সন্তান হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানাকে অবগত করা হয়েছিল তারা তদন্ত করছে।

এসএএ/এসএসএইচ