রাঙামাটি কারাগারের হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
রাঙামাটি কারাগারের এক হাজতি আসামি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ( ২৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
মারা যাওয়া কাঈসাং মারমা (৫৬) রাঙামাটি চন্দ্রঘোনা এলাকার রায়খালী বাজার এলাকার চাইহলা প্র মারমার ছেলে। তিনি ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, রাঙামাটি কারাগারের মাদক মামলার এক আসামি হঠাৎ ১৯ এপ্রিল অসুস্থতা বোধ করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২৪নং ওয়ার্ডে ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়েছে। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা আছে।
কেএম/এসএসএইচ
বিজ্ঞাপন