তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের নারীকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ
রাজধানীর ধানমন্ডি এলাকার তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সৈয়দা রত্নাকে কলাবাগান থানা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
তবে তাকে গ্রেপ্তার বা আটকের বিষয়টি এখনো নিশ্চিত করেনি কলাবাগান থানা পুলিশ। রোববার (২৪ এপ্রিল) সকালে সৈয়দা রত্না ফেসবুকে লাইভে গিয়ে ওই মাঠটি দখল হয়ে যাওয়া নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছিলেন। এ সময় কয়েকজন সাদা পোশাকধারী এবং পোশাকধারী পুলিশ তাকে লাইভ করতে নিষেধ করেন। এর পরপরই ওই পুলিশ সদস্যরা তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে টেনে হিঁচড়ে একটি পুলিশ ভ্যানে তুলে নেন।
বিজ্ঞাপন
সৈয়দা রত্নার লাইভের একটি অংশসহ এ ঘটনার ভিডিও ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একই ঘটনায় সমাজকর্মী সৈয়দা রত্নার ছেলেকেও আটকের অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফুল ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে শুনছি তাকে নাকি কলাবাগান থানা পুলিশ আটক করেছে। তবে এ সংক্রান্ত কোনো তথ্য এখনো আমার কাছে আসেনি। এ বিষয়ে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভালো বলতে পারবেন।
বিষয়টি নিশ্চিত হতে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্রকে বার বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গত ৩১ জানুয়ারি কলাবাগানের তেঁতুলতলা মাঠে তারকাঁটার বেড়া দিয়ে বেষ্টনি তৈরি করে পুলিশ। মাঠটিতে কলাবাগান থানার নতুন ভবন নির্মাণ করার কথা রয়েছে। তবে মাঠটি দীর্ঘদিন ধরে কলাবাগান ও এর আশপাশের এলাকার ছেলে-মেয়েদের খেলার জায়গা হিসেবে পরিচিত। আর খেলার মাঠটি রক্ষায় বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল শিশু-কিশোররা। তাদের সঙ্গে যোগ দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শুরু করেন সমাজকর্মী সৈয়দা রত্না।
এমএসি/এমএইচএস/জেএস