ভারতের নয়াদিল্লিতে আজ সোমবার (২৫ এপ্রিল) শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাইসিনা ডায়লগ। বহুপাক্ষিক এ সম্মেলনে যোগ দিতে আজ দেশটি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সফরে তার সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, রাইসিনা ডায়লগে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। প্রতিমন্ত্রীর সফরটি তিন দিনের হবে। প্রতিমন্ত্রী দুই থেকে তিনটি সেশনে বক্তব্য দিতে পারেন। সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রীও থাকবেন।

রাইসিনা ডায়লগের সাইড লাইনে ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী শাহরিয়ার কোনো বৈঠক আছে কিনা- জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, নির্দিষ্ট করে কারও সঙ্গে শিডিউল হয়নি। তবে হলেও হতে পারে।

নয়াদিল্লিতে আজ সপ্তমবারের মতো রাইসিনা ডায়লগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডায়লগের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

সম্মেলনে সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যাবট অংশগ্রহণ করার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের রেকর্ড করা একটি ভাষণ শোনানো হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এবারের সম্মেলনে প্রায় শতাধিক দেশের বহুপাক্ষিক সংস্থার ২১০ জনের বেশি বক্তা অংশ নেবেন। এতে শতাধিক সেশনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে অংশ নেবেন।

এনআই/এমএইচএস