ক্রেতাদের নকটিন সেবন করিয়ে অজ্ঞান করত চক্রটি
রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
তারা হলেন- মো. রাহাতুল ইসলাম রাহাত, মো. খোরশেদ আলম ও মো. ইকবাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ২০০ পিস চেতনানাশক (নকটিন) ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ এপ্রিল) লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুল আলম মুজাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সোমবার দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁও থানার তালতলার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা অজ্ঞান পার্টির সংঘবদ্ধ সক্রিয় চক্রের সদস্য। তারা ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেটে আসা ক্রেতাদের সঙ্গে মিশে যেতেন। এরপর টার্গেট করতেন। পরবর্তী সময়ে অত্যন্ত সুকৌশলে টার্গেটকৃত ক্রেতাদের তরল জাতীয় খাদ্য দ্রব্যের সঙ্গে চেতনানাশক (নকটিন) ট্যাবলেট সেবন করিয়ে সর্বস্ব নিয়ে পালিয়ে যেতেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।
এমএসি/ওএফ