নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এ দেশের মানুষের অধিকার নিয়ে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কাজ করেনি। দেশপ্রেম শুধু আওয়ামী লীগের মধ্যেই আছে। এই দেশপ্রেম আমরা বঙ্গবন্ধুর রক্তের মাধ্যমে পাই। যারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে খাটো করতে চেয়েছিল, তারা আজ কোথায়?

মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে গৃহহীনদের গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বলেছিলেন— রাজনীতিবিদদের জন্য রাজনীতি আমি কঠোর করে দেব। রাজনীতি করা সংকীর্ণ করে দেব এবং তিনি সেই কাজটিই করেছিলেন। তিনি রাজনীতির মধ্যে খাবার স্যালাইন তৈরি করেছিলেন। কিছু রাজাকার, কিছু মুক্তিযোদ্ধা, কিছু রাজনীতিবিদকে নিয়ে তিনি একটি সংগঠন করেছিলে। নাম দিয়েছিলেন প্রথমে জাগোদল, পরে জাগদল এবং শেষে বিএনপি। ভাসানীপন্থি কাজী জাফর এবং মশিউর রহমান যাদুরা এসে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ধানের শীষ প্রতীকটা জিয়াউর রহমানকে দিয়েছিলেন। এই ছিল জিয়াউর রহমানের মিক্সার পলিটিকস।

পরবর্তীতে এরশাদ বঙ্গবন্ধুর খুনিদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া সেই খুনিদের মধ্যে রশিদকে মহান জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বানিয়েছেন। এভাবে রাজনীতিকে কঠিন করে দেওয়া হয়েছিল। রাজনীতি যখন কঠিন হয়ে যায় তখন মানুষের জীবন কঠিন হয়ে যায়। রাজনীতি সহজ হলে মানুষের জীবন সহজ হয়। আজ রাজনীতি সহজ সরল এবং পানির মতো স্বচ্ছ।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, এটা আমাদের বিরল অর্জন। আমরা নাগরিক হিসেবে গর্বিত, প্রায় ৩৩ হাজার পরিবারকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে এসব নতুন ঘর দিচ্ছেন। এটা প্রধানমন্ত্রীর সাহসিকতা। এ চিন্তা ছিল বঙ্গবন্ধুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে আবাসন এবং আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেন। শেখ হাসিনার লক্ষ‍্য এবং বিশাল অর্জন বাংলার কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বিরলে ৪৭টি পরিবারের মধ্যে নবনির্মিত গৃহের জমির দলিলপত্র ও চাবি হস্তান্তর করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দুপুরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মধ্যে ১০টি সাইকেল বিতরণ করেন। এর আগে সকালে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের চককাঞ্চন শান্তিপুর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।

এসএইচআর/এসএসএইচ