পণ্য পরিবহনে শ্রমিকদের আরও বেশি সতর্ক থাকতে হবে
পণ্য পরিবহনে শ্রমিকদের আরও বেশি সতর্ক থাকতে হবে-এমনটি বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌযান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এ সব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা মানুষকে সেবা দিতে চাই। বাংলার মানুষ যেন মনে করে আমরা তাদের পাশে আছি। তারা একটু সহযোগিতা পেলেই খুশি থাকেন। যাত্রী সেবায় শ্রমিকদের আরো মনযোগ দিতে হবে। একসঙ্গে সবাইকে নিয়ে ঈদের আনন্দ পেতে চাই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন ঈদের আনন্দকে মলিন করে না দেয় সেদিকে সচেষ্ট থাকতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাপনায় সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের অর্থনীতি, জীবন-জীবিকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সঙ্গে জড়িত শ্রমিকরাও সেবা দিয়ে থাকেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনার সময়ে বিআইডব্লিউটিএ শ্রমিকদের পাশে ছিল। করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ব্যবসা-বাণিজ্য সচল রাখতে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর সুচিন্তিত ব্যবস্থাপনায় খেটে খাওয়া মানুষরা ক্ষতিগ্রস্থ হননি।
বিজ্ঞাপন
এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, পরিচালক (বন্দর) ওয়াকিল নেওয়াজ, ঢাকা নদীবন্দরের কর্মকর্তা (যুগ্ম পরিচালক) আলমগীর কবির উপস্থিত ছিলেন।
দেশের ২০টি নদী বন্দরে ৬ হাজার ৫০০ প্যাকেট খাদ্য বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে এক কেজি পোলাওর চাল, এক কেজি লাচ্ছি সেমাই, এক কেজি চিনি, হাফ লিটার তেল ও এক কেজি লবণ রয়েছে।
এইউএ/আরএইচ