চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে রেলস্টেশন রোডের হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুমন (২৪), রাসেল (২৬), মো. শরিফ হোসেন সুমন (২৫) তপন দত্ত (৩৭) ও এম রেজাউর রহমান (৩০)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের চলাচলের স্থানে তারা ছিনতাই করে। চক্রটি পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে দুইটি ছুরি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রেলস্টেশনসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

কেএম/এমএইচএস