বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ডিএসসিসির কমিটি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে লক্ষ্যে ব্যবহৃত জমির ভাড়া, আবর্জনার মূল্য নির্ধারণসহ আনুষঙ্গিক সব বিষয়ে প্রতিবেদন সুপারিশ আকারে দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে দ্রুত নেগোসিয়েশন সম্পন্ন করে প্রতিবেদন তৈরি করবে এ কমিটি। এর আগে ৪ সদস্যের কমিটি গঠন করে একটি দপ্তর আদেশ জারি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান।
বিজ্ঞাপন
চার সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। এছাড়া কমিটির বাকি ৩ সদস্য হলেন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির নির্বাহী প্রকৌশলী এবং আইন কর্মকর্তা।
কমিটি বিষয়ে দপ্তর আদেশের কথা উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান বলেন, গঠিত এই কমিটি সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে নেগোসিয়েশন করে প্রতিবেদন সুপারিশ আকারে নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করতে হবে। এছাড়া প্রথমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে লক্ষ্যে ব্যবহৃত জমির ভাড়া, আবর্জনার মূল্য নির্ধারণসহ আনুষঙ্গিক বিষয়গুলোর সার্বিক দিক বিবেচনা করবে।
বিজ্ঞাপন
এএসএস/এসকেডি