যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শ‌নিবার লন্ড‌নের বাংলা‌দেশ হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক শোক বার্তায় হাইকমিশনার ব‌লেন, বরেণ্য অর্থনীতিবিদ ও বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। 

শোক বার্তায় হাইকমিশনার মুনা ব‌লেন, প্রবীণ সিভিল সার্ভেন্ট এএমএ মুহিত ওয়াশিংটন ডিসিতে তৎকালীন পাকিস্তান দূতাবাসের কূটনীতিকদের মধ্যে অন্যতম প্রথম যিনি ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের অঙ্গীকার নিয়ে পাকিস্তানের পক্ষ পরিত্যাগ করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বিশ্বব্যাপী স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘স্বাধীনতা পুরস্কারে’ পুরস্কৃত মুহিত ছিলেন বাঙালি জাতীয়তাবাদের এক আপসহীন প্রবক্তা এবং ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধের মশালবাহক।

হাইক‌মিশনার ব‌লেন, দেশের একজন বিচক্ষণ অর্থমন্ত্রী এবং হৃদয়ে কল্যাণধর্মী অর্থনীতিবিদ মুহিত বাংলাদেশের সংসদে রেকর্ড সংখ্যক জাতীয় বাজেট পেশ করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশকে বাংলাদেশের অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে নিরন্তর কর্মপ্রচেষ্টায় অসামান্য আবদান রেখে গেছেন।

হাইক‌মিশনার মুনা ব‌লেন, বাঙালি শিল্প ও সংস্কৃতির একজন নেতৃস্থানীয় পৃষ্ঠপোষক এবং আলোকিত চেতনা মুহিতের অসাধারণ কর্ম ও জীবন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 

তিনি বলেন, আমি প্রয়াত এ এম এ মুহিতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

এনআই/আইএসএইচ