অসহায় পরিবারের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীর দুস্থ, অসহায়, অসচ্ছল, তৃতীয় লিঙ্গ, বেদে, ছিন্নমূল, সেলুন কর্মচারী, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ৩ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শনিবার (৩০ এপ্রিল) সকালে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। সম্প্রতি ইফতার আয়োজনের টাকায় জেলা প্রশাসন থেকে দুস্থদেরকে ঈদের উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
উপহার সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল- ৭ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ ও ২ লিটার সয়াবিন তেল।
এসব উপহার সামগ্রী বিতরণের সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রতিবছর রমজানে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে চট্টগ্রাম জেলা প্রশাসন ইফতারের আয়োজন করে। এ বছর সে ধরনের আয়োজন করার কথা থাকলেও সেটি না করে বরাদ্দ করা টাকায় দুস্থ, অসহায়, অসচ্ছলসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় মানুষকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ইফতারের আয়োজন করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পবিত্র রমজানে প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিরা ইফতারের আয়োজন করছে।
কেএম/জেডএস