চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে পথহারা ৩ কন্যাশিশুকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। 

শিশু তিনটি ফুফুর বাড়ি বেড়ানো শেষে লক্ষ্মীপুরের জেলার রামগতি থেকে পথ ভুলে বাসে করে আকবরশাহ এলাকায় চলে আসে। তাদের বয়স ৭ থেকে ১১ বছর। 

বুধবার আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন ঢাকা পোস্টকে বলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকায় ফুফুর বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়িতে যাবার পথে ভুলক্রমে চট্টগ্রামের বাসে উঠে যায় শিশু তিনটি। দুপুরের দিকে চট্টগ্রামের একে খান মোড়ে বাস থেকে নেমে শিশুরা কান্নাকাটি শুরু করে।

পরে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের হেফাজতে নেয়। এরপর শিশুদের সঙ্গে কথা বলে তাদের অভিভাবদের জানানো করা হয়। প্রকৃত অভিভাবকদের পাওয়ার পর শিশুদের হস্তান্তর করা হয়েছে। 

কেএম/আরএইচ