মে মাসেই বৈঠকে বসছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী
চলতি মাসে আসামে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকটি আসামের রাজধানী গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন জানান, বৈঠকে আঞ্চলিক কানেকটিভি ইস্যু প্রাধান্য পাবে।
বিজ্ঞাপন
জানা গেছে, শিলংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স আগামী ২৮-২৯ মে নদীবিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করেছে। এতে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সে সময়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।
২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তখন জয়শঙ্কর মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান।
বিজ্ঞাপন
এএসএস/আরএইচ