ভাটারায় সিএনজির ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর ভাটারা থানার একশ ফিট রাস্তার বাজারের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই অটোরিকশা চালক আবুল কালামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মে) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই যুবককে গুরুতর অবস্থায় সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
অটোরিকশা চালক আবুল কালাম ঢাকা পোস্টকে বলেন, সকালে ভাটারা একশ ফিট রাস্তা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত সাইকেল চালকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ওই সাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আমি ও পথচারী বেলাল নামে একজন তাকে প্রথমে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ ঘটনায় ওই চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এসএএ/আইএসএইচ