চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ ঈদগাঁ এলাকায় ট্রাকচাপায় আবু বক্কর সিদ্দিক (৫৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব রাব্বানী অপু।

নিহত আবু বক্কর সিদ্দিক চট্টগ্রাম বন্দরে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ কর্মকর্তা মাহবুব রাব্বানী অপু বলেন, সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে ঈদগাঁ এলাকা থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় ডান পাশ থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আবু বক্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এসময় ট্রাকটি তার মাথা থেঁতলে দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ চমেকের মর্গে রাখা আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

কেএম/এসএসএইচ