সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (১২ মে) দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বেইলি রোডের সরকারি বাসভবনে ফিরেছেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বর্তমানে মন্ত্রী শারীরিকভাবে সুস্থ আছেন।
উল্লেখ্য, অসুস্থতা অনুভব করায় গত ৭ মে (শনিবার) রাতে মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। পরদিন বিকেল সাড়ে ৩টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন
এসএইচআর/এমএইচএস