চকবাজারে অটোরিকশার ধাক্কায় একজন নিহত
রাজধানীর চকবাজার থানার সোয়ারি ঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় খোরশেদ আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শাহ আলম (১৫) নামে ওই অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
খোরশেদ আলমকে উদ্ধার করে নিয়ে আসা অটোরিকশা চালক শাহ আলম ঢাকা পোস্টকে বলেন, সোয়ারিঘাট এলাকায় অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় খোরশেদ আলম আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, চকবাজারের সোয়ারি ঘাট এলাকা হতে আহত একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই অটোরিকশা চালক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। চকবাজার থানাকে বিষয়টি জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/এসএম